ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন 10(দশ) টি ইউনিয়নে ২য় ধাপ বা পর্যায়ের আলোকে আগামী 31/03/2016 খ্রি.রোজ বৃহস্পতিবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন,2016অনুষ্ঠিত হবে।অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী যেকোন ধরনের অপতৎপরতা ঠেকাতে তৎপর রয়েছে।ঝুঁকির্পূণ,অধিক ঝুঁকির্পূণ কেন্দ্রে বিশেষ নজরধারীসহ স্পেশাল ফোর্স মোতায়ন করা হবে। গৌরীপুর উপজেলার প্রশাসনের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মর্জিনা আক্তার মহোদয় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচন সংক্রান্ত সকল কাজের নিয়মিত খোঁজ খবর ও পরামর্শ প্রদান করছেন।সচেতনতা বৃদ্ধির জন্য নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মত বিনিময় ছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়মিত টহলের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষনের মাধ্যমে জরিমানা প্রদান করছেন এবং অংশ গ্রহণকারী সকল প্রার্থীর অভিযোগ গুরুত্বসহকার বিবেচনা আনা হচ্ছে।তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীসহ গৌরীপুরবাসীকে একটি সুষ্ঠ-সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য প্রত্যাশা করছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS